ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

যৌতুকের কারণে স্ত্রীকে গৃহবন্দী করে অমানুষিক নির্যাতনের অভিযোগ, এখনও গ্রেফতার হয়নি কেউ

প্রকাশিত : ১৪:৪৩, ১১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪৩, ১১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সালন্দর ইউনিয়নের কালীতলা গ্রামে, যৌতুকের কারণে স্ত্রীকে গৃহবন্দী করে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন নির্যাতন সহ্য করার পর গৃহবধূর ভাই থানায় অভিযোগ দায়ের করলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। নির্যাতিত মায়ের শিয়রে অবুঝ শিশু। জানায়, মাকে নির্যাতনের কথা। গৃহবধূ লিপি আরা। লাখ টাকা যৌতুকে ১৬ বছর আগে বিয়ে হয় কালীতলা গ্রামের আব্দুল জলিল ওরফে কাজলের সঙ্গে। বছর কয়েক আগে ব্যবসার কথা বলে চট্টগ্রাম গিয়ে, জড়ায় পরকীয়ায়। সম্প্রতি বাড়িতে এসে, সেই ব্যবসারই প্রয়োজনে স্ত্রীকে ১০ লাখ টাকা যৌতুক আনতে বলে। আর তা দিতে না পারায় চলে অকথ্য নির্যাতন। প্রতিবেশীরা জানান, মাঝে মাঝেই বাড়ির ভেতর আর্তচিৎকার আর কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন তারা। কিন্তু ভয়ভীতি দেখানো ও দরজা তালাবদ্ধ থাকায় তাদের কেউই ভেতরে ঢুকতে পারেননি। এ বিষয়ে কথা বলতে স্বামী কাজলকে বাড়িতে পাওয়া যায়নি। আর তার বোন চায়নি ক্যামেরার সামনে কথা বলতে। গেলো ৪ আগস্ট থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধু লিপির ভাই। পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি