ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

যৌন হেনস্তা প্রসঙ্গে মুখ খুললেন ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

‘# মি টু’ নিয়ে তনুশ্রী দত্তের অভিযোগের পর বলিউডের প্রায় সব তারকাই একে একে নিজেদের অবস্থান পরিস্কার করছেন। কেউ নিজের উপর যৌন নিপিড়ন বিষয়ে মুখ খুলছেন, আবার কেউ প্রতিবাদে অংশ নিয়ে নিজের মত প্রকাশ করছেন। শুধু নারী তারকারাই নয়, এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন অনেক পুরুষ তারকাও। এবার এই তালিকায় নাম লেখালেন- ক্যাটরিনা কাইফ।

তিনি বলেন, ‘আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনিই প্রথমবারের মতো মুখ খুলেছেন যৌন হেনস্তা নিয়ে। এরপর অনেকেই কথা বলেছেন। বিষয়টি অত্যান্ত ইতিবাচক। এর মাধ্যমে বলিউডে একটি সুন্দর জায়গা তৈরি হবে নতুন অভিনেত্রীদের জন্য।’

ক্যাটরিনা আরও বলেন, ‘এটাও ঠিক যে অনেকে হয়তো সুযোগ নিতে চাইবেন এখান থেকে। অনেকে আলোচনায় আসতেও অভিযোগ তুলতে পারেন। তাই আমাদের সবারই এ বিষয়টিতে সতর্ক থাকতে হবে। যেন কেউ এমন একটি ইতিবাচক বিষয়ের সুযোগ না নিতে চায়। কারণ এটা একজনের ক্যারিয়ারেরও প্রশ্ন।’

উল্লেখ্য, সম্প্রতি এই আন্দোলনে অংশ নিয়ে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংও কথা বলেছেন। তার মতে- ‘# মি টু’ আন্দোলন ‘পুরুষের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে নয়, এবং ‘পুরুষ বনাম নারীর লড়াইও নয়’। তিনি মনে করেন, এ আন্দোলন পুরুষের জন্যও।

সূত্র :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি