ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

যৌন হেনস্থায় বচ্চনকে জড়িয়ে মুখ খুললেন স্বপ্না ভাবনানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের যৌন হেনস্থায় বিশেষ আন্দোলন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অমিতাভ বচ্চন।নীরবতা ভেঙে দিন দুয়েক আগে নিজের জন্মদিনে তিনি বলেছিলেন, কোনও মহিলাই যেন দুর্ব্যবহার বা অবাঞ্ছিত আচরণের শিকার না হন।বিশেষ করে তার কর্মক্ষেত্রে। কিন্তু তিরটা যে তার দিকেই ঘুরে গেল। মিটু নিয়ে অমিতাভকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বলিউডের হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাবনানি।

স্বপ্নার টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে বলিউডে। তিনি লিখেছেন, ‘‘বচ্চন যৌন হেনস্থা করেছেন, এমন বহু ঘটনা আমি শুনেছি। আমি আশা করব, সেই মহিলারা এবার অন্তত মুখ খুলবেন। ওঁর ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি...।’

অমিতাভের নাম না করলেও, স্বপ্নার আক্রমণের নিশানা যে তিনিই, তা এক প্রকার স্পষ্ট। কারণ সদ্য নিজের জন্মদিনে #মিটু নিয়ে অমিতাভ মুখ খোলার পরই স্বপ্না লিখেছিলেন, এটা সব চেয়ে বড় মিথ্যে। স্যর, ‘পিঙ্ক’ মুক্তি পেয়ে চলেও গিয়েছে। আপনার আন্দোলনকারী ভাবমূর্তিটাও দ্রুত উধাও হয়ে যাবে। আপনার সত্যিটা শীঘ্রই সামনে আসবে। আশা করি, আপনি (দুশ্চিন্তায়) হাত কামড়াচ্ছেন, কারণ, নখ আর অবশিষ্ট নেই।

সূত্র-আনন্দবাজার

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি