ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রংপুরের ট্রাক উল্টে একই পরিবারের ৪ জনসহ ১৭ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ২৪ জুন ২০১৭ | আপডেট: ১৬:১৩, ২৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে একই পরিবারের চারজনসহ ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ জন। সিমেন্টবাহী ট্রাকে করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের অধিকাংশের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিলো বলে জানিয়েছেন আহতরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করেছে রংপুর বিআরটিএ। 

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপনে গাজীপুর থেকে সিমেন্টবাহী ট্রাকে লালমনিরহাট যাচ্ছিলেন স্বল্প আয়ের এ’সব মানুষ।
ভোর ৬টার দিকে রংপুরের পীরগঞ্জে কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হয় ১১ জন। আহত হয় ২৫ জন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করেন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরও ৬ জন মারা যায়। গুরুতর আহত ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হতাহতদের প্রায় সবাই তৈরি পোশাক শ্রমিক। তাদের সবার বাড়ি লালমনিরহাটের সীমান্তবর্তী কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

নিহতদের মধ্যে ৪জন একই পরিবারের। তারা হলেন- আলমগীর, তার শ্যালক দেলোয়ার, চাচাতো ভাই সাদ্দাম ও মুনির। পরিচয় পাওয়া গেছে জসিম নামে নিহত আরো ১ জনের।
আহতরা জানিয়েছেন, ড্রাইভারের পরিবর্তে হেলপার ট্রাকটি চালাচ্ছিলো। গতিও অনেক বেশি ছিলো বলে জানিয়েছেন তারা।
এ’ ঘটনায়, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রংপুর বিআরটিএ। নিহতদের পরিবারের জন্য ২০ হাজার আর আহতদের জন্য ৫ হাজার টাকা অনুদান দেয়ার কথা জানিয়েছে রংপুর জেলা প্রশাসন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি