ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

রংপুরে এক ঘরে তিনজনের মরদেহ, আটক ১

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৯, ৮ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৫১, ৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রংপুর নগরীর বাহারকাছনার দোলা এলাকায় একটি বাড়ি থেকে দুই শিশু সন্তানসহ আছিয়া আখতার রত্না নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রংপুর মেট্রোপলিটান পুলিশের হারাগাছ থানার ওসি নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি নাজমুল কাদের জানান, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী আছিয়া বেগম রত্নার সঙ্গে স্বামী আব্দুর রাজ্জাকের বেশ কয়েকদিন সমস্যা চলে আসছিল। এরই জের ধরে আজ রোববার সকালে স্বামী রাজ্জাক প্রথমে তার স্ত্রী আছিয়া বেগম রত্না ও পরে দুই সন্তান মেয়ে নেহা (২) ও ৮ মাস বয়সী ছেলে নিশাতকে শ্বাস রোধ করে হত্যা করে। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি পুরিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত তিনজনের লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্বামী রাজ্জাককে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি