ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রক্ত দিয়ে প্রাণ বাঁচাতে তরুণ সমাজকে উদ্ভুদ্ধ করার তাগিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:০১, ১৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে প্রাণ বাঁচাতে তরুণ সমাজকে উদ্ভুদ্ধ করার তাগিদ দিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা।
দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিউিটট-টিআইসি মিলনায়তনে অনুষ্ঠানে বিশিষ্টজনরা এসব মন্তব্য করেন। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে জেলা রেডক্রিসেন্ট সোসাইটি আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। এসময় বক্তারা অসহায় মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসারও আহবান জানান। জেলা রেডক্রিস্টে সোসাইটির সভাপতি ডা: শেখ শফিউল আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালামসহ স্থানীয় নেতারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি