ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রবি ও এয়ারটেল একীভূত হলেও নতুন অপারেটরটি পরিচিত হবে রবি নামেই

প্রকাশিত : ০৯:৫১, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫১, ১৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের বৃহৎ দুই মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল একীভূত হবার পর নতুন অপারেটরটি পরিচিত  হবে রবি নামেই । দুই কোম্পানীর কোন কর্মীর বেতন ও পদবীর উপর নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানালেন রবি’র সিইও মাহতাব উদ্দিন আহমেদ। একীভূত হবার পরবর্তী পরিকল্পনার কিছুটা একুশে টেলিভিশনের কাছে জানিয়েছেন রবি সিইও। গেল অক্টোবরে দেশের বৃহৎ মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের মার্জার বা একীভূত হতে প্রায় বিশটি শর্ত বেধে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি। যার মধ্যে পাঁচটিকে মূল শর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। গণশুনানী পরবর্তী এই শর্তগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একীভূতকরণের অর্থ পরিশোধ করতে হবে দুই বছরের মধ্যে, এক্ষেত্রে সুযোগ থাকছে তিনটি কিস্তির। একীভূত হবার পর চাকরিচ্যুত করা যাবেনা কোনো কর্মীকে। তবে একীভূত পরবর্তী সময়ে ব্যবসায়ীক সুযোগকেই প্রাধান্য দিতে চান রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ । বলেন রবির নিজেস্ব সংস্কৃতিকে অখুন্ন রেখেই মার্জার পরবর্তী কাজগুলো সম্পন্ন হবে। এছাড়া মার্জারের পর রবি বা এয়ারটেলের কোন কর্মীর উপর নেতিবাচক চাপ আসবে না বলেও আশা জানান তিনি। একীভূত রবি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর হবে বলে আশা জানান সিইও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি