ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

রবীন্দ্রসংগীতের মডেল হলেন স্পর্শিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষে কলকাতার সংগীতশিল্পী কমলিকা চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রসংগীত প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। গানটিতে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

ঈদকে সামনে রেখে বেশ কিছু নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। তারই ধারাবাহিকতায় ৬ জুন সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে কলকাতার গায়িকা কমলিকা চক্রবর্তীর গাওয়া রবীন্দ্রসংগীত ‘যদি জানতেম’।

গানটির সংগীতায়োজন করেছেন মলয় দাস। ভিডিও পরিচালনা করেছেন রাজ চিন্ময়ী। ভিডিওতে মডেল হয়েছেন মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও সাব্বির লিঙ্কন।

গানটি প্রসঙ্গে কমলিকা বলেন, ‘কলকাতার মানুষ হলেও বাংলাদেশের সঙ্গে আমার একটা যোগাযোগ রয়েছে। দুই বাংলা কৃষ্টি, কালচার-সংস্কৃতি অনেক কিছুতেই রয়েছে। দুই পারের মানুষই দু’পারের মানুষের গান শোনেন। সেই ভাবনা থেকেই এই গানটি করেছি। গানচিল মিউজিক খুব ভালো একটা ভিডিও করেছে গানটি। আশা করি সবাই বেশ এনজয় করবেন।’

গানচিলের সিইও জিয়া উস সোবহান বলেন, ‘ঈদে নানান গানের ভীড়ে রবীন্দ্রসংগীত প্রেমীদের জন্য এটা আমাদের একটা উপহার। অডিও-ভিডিও সব মিলিয়ে ভালো একটা জিনিস দাঁড়িয়েছে। গানটি শ্রোতার হৃদয় জয় করবে বলেই আমাদের বিশ্বাস।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি