ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রাইমার উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পুজার ঠিক আগে দর্শকদের জন্য উপহার নিয়ে আসছেন রাইমা সেন। তার সেই উপহার আর কিছু নয়, রাজদীপ ঘোষের সিনেমা ‘শুভ শারদীয়া’। তবে বড়পর্দায় নয়, এটি মুক্তি পাবে টেলিভিশনে। আগামী ১৩ অক্টোবর দেখা যাবে এটি।
শারদীয়া এক মডার্ন মেয়ে। যাকে তার বাবা-মা খুব ভালোবাসে। বিয়ে হচ্ছে না, সে জন্য ওর বাবা-মা খুব চিন্তিত। অনেক পাত্র আসছে। কিন্তু না বলছে সে। এদিকে এই মেয়েটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছবি দেয় না। এসব তার পছন্দ না। বেশ টুইস্ট আছে এর গল্পে।
বড়পর্দা ছেড়ে ছোটপর্দায় আসা প্রসঙ্গে রাইমা বলেন, ‘আমি আগেও শর্টফিল্ম করেছি। ওয়েবও করেছি। সেখানকার প্ল্যাটফর্মটা আলাদা। তবে টিভির জন্য শুটিং বেশি করতে হয়। ১৪-১৫ ঘণ্টা করে কাজ। আট দিনে আমরা শুট শেষ করেছি। সেখানে বিগ স্ত্রিনের ছবি ২০-২২ দিনে শুট করি। কিন্তু আমি ইউজ টু হয়ে গিয়েছি।’
এদিকে আবারও জুটি হয়ে ফিরছেন পরম-রাইমা। ফ্ল্যাশ ব্যাকের সঙ্গেই বর্তমানের মিশেলে বন্ধুত্ব নিয়েই গল্প বুঁনেছে পরিচালক মুরারি এম রক্ষিত। সিনেমার নাম ’রিইউনিয়ন’৷ যাতে অভিনয় করেছেন- পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, ইন্দ্রাশিস রায় ও সায়নি ঘোষ সহ আরও অনেকে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি