ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাঙামাটিতে পাহাড়ীদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

স্থানীয় যুবলীগ নেতা ও ভাড়ায় চালিত মোটরবাইক চালক নূরুল ইসলাম নয়ন হত্যার জের ধরে রাঙামাটির লংগদুতে পাহাড়ীদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নয়নের মৃতদেহ লংগদুর বাত্যাপাড়ার বাড়িতে নেয়া হয়। পরে মৃতদেহ নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেসময় একদল দুর্বৃত্ত লংগদুর তিন টিলাপাড়া এলাকায় পাহাড়ীদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেছেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা। এদিকে, নয়ন হত্যার বিচার দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি