ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাঙামাটির লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় বান্দরবানে বিক্ষোভ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:০২, ৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রাঙামাটির লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় বান্দরবানে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ ব্যানারে রাজবাড়ী মাঠ থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এসময় বক্তারা বলেন, মোটরসাইকেল চালকের মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়িদের গ্রামে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত দু:খজনক। অতীতের সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার না হওয়ায় এমন ঘটনা বার বার ঘটছে বলেও মন্তব্য করেন বক্তারা।
 



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি