ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১২:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকাসহ এর আশপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ২ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পর রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ১।

ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজীপুরে। এই ভূ-কম্পনে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

তিনি জানান, খুব অল্প সময়ের জন্য ভূ-কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল দেশের ভেতরেই রাজধানীর ঢাকার কাছাকাছি গাজীপুর জেলায়।

তবে কোনো কোনো আবহাওয়াবিদ জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার অদূরে গাজীপুর-নরসিংদী এলাকায়।

গাজীপুরের বাসিন্দা মজিবুর রহমান ফেসবুকে স্ট্যাটাসে জানান, হঠাৎ বাসার সিলিং ফ্যান কেঁপে উঠে। একটু পরেই তা আবার স্বাভাবিক হয়ে উঠে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি