ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে পলিটেকনিক ছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী মহানগরীর বর্ণালীর মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মামুন-উর-রশিদ (২০) নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত মামুন-উর-রশিদ রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরে।

রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, শুক্রবার রাত ৯টার দিকে মহানগরীর বর্ণালীর মোড় এলাকায় দুর্ঘটনার শিকার হন মামুন-উর-রশিদ। চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি