ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬

রাজশাহীতে পুলিশের সাঁড়াশি অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীতে সাঁড়াশি অভিযান (ব্লক রেইড) চালিয়েছে মহানগর পুলিশ।    

সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহের পূর্বপাড়া এলাকা ঘিরে এ অভিযান চালানো হয়। তবে এই অভিযান চলাকালে কোন গ্রেপ্তার কিংবা কোন কিছু জব্দ করেনি পুলিশ। 

মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, ‘জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এটি নিয়মিত অভিযানের একটি অংশ।’ 

তিনি আরও জানান, ‘ওই এলাকার চারপাশ ঘিরে অভিযান শুরু করা হয়। সন্দেহভাজন বাড়িগুলোতে তল্লাশীও করা হয়েছে। তবে কাউকে আটক বা কোন কিছু জব্দ করা হয়নি। এ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আমীর জাফর।’

এর আগে গত বছরের ২৫ এপ্রিল থেকে এক সপ্তাহ নগরের কয়েকটি এলাকায় এ ধরণের সাঁড়াশি অভিযান চালানো হয়।

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি