ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত : ১৮:৪৬, ১১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীর মোহনপুর উপজেলার পাকুরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে এ ঘটনায় নিহত মাদক বিক্রেতা  দুলাল মিয়া (৪৫)। নিহত দুলাল মিয়া উপজেলার হরিহর গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে। সে ৪ থেকে ৫টি মামলার আসামী বলে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএফএম আশরাফুল ইসলাম জানিয়েছেন।

মেজর আশরাফুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে মোহনপুরে টহলের সময় কমপক্ষে ১০ জনের একটি দল ঘটনাস্থলে র‌্যাবকে দেখে পালাতে চেষ্টা করে। র‌্যাব তাদের পিছু নিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। বাকিরা পালিয়ে গেলেও দুলাল মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ৫০৬ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করা হয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

কেআই/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি