ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৭, ২১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি বিকল বালুর ট্রাককে পেছন ধাক্কা দিয়েছে দ্রুতগামী একটি বাস। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুরের বাসিন্দা ট্রাকচালক জাকির হোসেন (২৮), ট্রাকের হেলপার একই এলাকার সুমন (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা বাস হেলপার রিপু (২৫)।

ওসি সাকিল উদ্দীন জানান, শ্যামলী পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। রাত ১২টার দিকে রাস্তায় বিকল বালুর ট্রাকটিকে বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে দমকল সদস্যরা লাশ উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেয় তারা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি