রাজশাহীর নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণার
প্রকাশিত : ১৪:৫৪, ২৪ ডিসেম্বর ২০১৮

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনে ‘বঙ্গবন্ধু কর্ণার’-এর উদ্বোধন করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুর ১২টায় এ কর্ণারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখতে ও বঙ্গবন্ধু সম্পর্কে মানুষকে জানাতে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণার প্রতিষ্ঠা করা হলো।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানের মধ্যে এটিই প্রথম যাত্রা শুরু হলো। আগামীতে অন্যান্য প্রতিষ্ঠানেও হবে বলে আশা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক এমপি ও মন্ত্রী মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক।
এমএইচ/
আরও পড়ুন