ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাজশাহীর ১৯৮০ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুতই পাল্টে যাচ্ছে। এজন্য অনেকের হিংসা হচ্ছে, ঈর্ষা হচ্ছে। তাদের মুখে ছাই দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যহত রাখতে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বিজয়ী হবেন। বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাবেন, যাতে বাংলাদেশ হবে বিশ্বের বিস্ময়।

আজ শনিবার সকালে মহানগরীর হেলেনাবাদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র লিটন বলেন, যে উন্নত বাংলাদেশের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, তারা আজ সেটি দেখতে যাচ্ছেন। এটি কেবল শেখ হাসিনার দারাই সম্ভব হয়েছে। আজ রাজশাহীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হলো। এটি ইতিহাসের একটি অংশ হয়ে থাকলো। এখান থেকে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সর্ম্পকে অনেক কিছু জানতে পারবে।

রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নজরুল ইসলাম, রাজশাহী মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদ আরা প্রমুখ।

এর আগে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর, রাজনৈতিক তথা সমগ্র জীবন সর্ম্পকে বর্তমান প্রজন্মকে ধারণা দিতে রাজশাহী জেলা ও মহানগরের এক হাজার ৯৮০ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৯২৫টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা। বিভাগীয় কমিশনার কার্যালয়ের তত্বাবধায়নে ও জেলা প্রশাসনের পরিকল্পনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করা হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি