ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্যের মায়ের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার মাতা হাসিনা বেগম ইন্তেকাল করেছেন ।  

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের আইসিউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্য জনিত এবং বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মরহুমা হাসিনা বেগম পুঠিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মরহুম কাজী আব্দুল আওয়ালের স্ত্রী। মরহুমার চার ছেলে ও এক মেয়ের মধ্যে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা জ্যেষ্ঠ।

সাংসদ আব্দুল ওয়াদুদ দারার একান্ত সহকারি বদিউজ্জামান বদি জানান, আজ (শনিবার) পুঠিয়ার বিড়ালদহ ঈদগাহ মাঠে বাদ আসর মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

কেআই/এসি 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি