ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

রাজশ্রীর রিসেপশনের রাজকীয় মেনু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

সবে মাত্র সম্পন্ন হয়েছে রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ের পর্ব। এবার তোড়জোড় শুরু তাদের রিসেপশনের। বজবজের বাওয়ালি রাজ বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হলেও, ‘আরবানা’-তে আজ রোবিবার হবে রিসেপশন।

এতে উপস্থিত থাকবেন টালিউডের সকল তারকারা। আর এ কারণে রিসেপশন ঘিরে চলছে চরম প্রস্তুতি। রাজ-শুভশ্রীর রিসেপশনের অন্যতম আকর্ষণ খাবারের মেনু। এদিন আতিথিদের জন্য রয়েছে রাজকীয় কিছু খাবার। খাবার তালিকায় পানীয়র মধ্যে থাকছে, ভার্জিন মোজিটো (মোহিতো), ওরিও কফি শেক, আম পোড়ার শরবত। মেইন কোর্সে থাকছে কারিড ল্য়াম্ব স্যুপ, ক্রিম টোম্যাটো স্যুপ সঙ্গে ব্রেড স্টিকস, গার্লিক পেপার ফিশ, গ্রিলড চিকেন, চিলিতিজ স্টাফ্ড মাশরুম, ককটেল মোচার চপ, ভেজ সিজার স্যালাড, বিন স্যালাড, চাঙ্কি মিট স্যালাড, গুজিয়া বড়া, আপ্পাম ও চিকেন স্ট্যু, স্টাফড পারোটা, আলুগোবি, মুর্গ টেঙরি কাবাব।

এখানেই শেষ নয়! টেঙরি কাবাবের সঙ্গে থাকছে তন্দুরি ফুল, রান-এ -জাহাঙ্গিরি, ডাল বুখারা, ফিশফ্রাই, কর্ন কাটলেট, ডাব চিংড়ি, ভাজা মশলা আলুর দম, ছোলার ডাল, ধোকার ডালনা, লুচি, সাদা ভাত, চাটনি, বেকড রাবড়ি সঙ্গে মিহিদানা, গরম ছানার মালপো, ম্যাঙ্গো মন্টে কার্লো।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি