ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রাজের বিয়েতে আমন্ত্রণ নিয়ে মুখ খুললেন মিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বেশ কিছুদিন পায়ের যান্ত্রণায় কাবু ছিলেন মিমি। তবে এখন তিনি ‘ব্যাক টু প্যাভেলিয়ান’জোরকদমে চলছে তার সিনেমা ‘ক্রিসক্রস’-এর প্রচার। রয়েছে তার ‘ভিলেন’ সিনেমাটির শুটিং-এর ব্যস্ততাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমির কাছে প্রশ্ন করা হয় রাজ-শুভশ্রীর বিয়ে সম্পর্কে। অনেকদিন চুপ থাকলেও এবার তিনি মুখ খুললেন।

জানতে চাওয়া হয় বিয়েতে তাকে নিমন্ত্রণ করা হয়েছিল কী না? জবাবে মিমি সোজা সাপ্টা বলেন- না। এরপর তাকে প্রশ্ন করা হয়, দেবের নিমন্ত্রণ প্রসঙ্গে। বলা হয়- শুভশ্রীর প্রাক্তন বয়ফ্রেন্ড দেবের নিমন্ত্রণ ছিল রাজ-শুভশ্রীর বিয়েতে। সেখানে মিমির কেন ছিল না?

মিমি উত্তরে জানান, এই বিষয়টি রাজ ও শুভশ্রীই ভালো বলতে পারবেন।

উল্লেখ্য, আগামী মাসেই মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তীর সিনেমা ‘ক্রিসক্রস’। মাল্টিস্টারকাস্টের এই সিনেমায় তুলে ধরা হয়েছে ভিন্ন ভাবনার ভিন্ন কাহিনি। মিমি ছাড়াও এতে অভিনয় করছেন সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার , জয়া আহসান সহ একাধিক তারকা। এতে বহ বছর পর দেখা যাবে ‘গানের ওপারে’ জুটি মিমি ও অর্জুন চক্রবর্তীকে।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি