ঢাকা, শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪

রাদওয়ান মুজিব ববি’র ৪৪তম জন্মদিন আজ (ভিডিও)

প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২১ মে ২০২৩ | আপডেট: ১২:২৯, ২১ মে ২০২৩

শেখ রেহানার বড় ছেলে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি’র ৪৪তম জন্মদিন আজ। দীর্ঘদিন ধরে তরুণদের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন ববি। উজ্জীবিত করছেন সাধারণ মানুষকে। দেশ গড়ায় রাখছেন অনবদ্য ভূমিকাও। 

সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর লন্ডনে নির্বাসিত জীবন কাটছে ছোট মেয়ে শেখ রেহানার। সেখানেই তার কোল আলো করে ১৯৮০ সালের ২১ মে জন্ম নিলেন প্রথম সন্তান ববি সিদ্দিক।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্নেন্স অ্যান্ড হিস্ট্রিতে স্নাতক এবং কমপ্যারেটিভ পলিটিক্সে স্নাতকোত্তর করেছেন তিন ভাই-বোনের মধ্যে বড় রাদওয়ান। 

টানা এক দশকের বেশি সময় দেশে থেকে মানুষকে উজ্জীবিত করছেন ববি। ইয়াং বাংলার মাধ্যমে তরুণদের ভাগ্যোন্নয়নসহ করছেন দেশ গড়ার নানা কাজ।

২০১১ সালে প্রধানমন্ত্রীর দপ্তরের আক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পে দুই বছর মেয়াদে দায়িত্বে ছিলেন ববি। আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ট্রাস্টি তিনি।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নিজেকে সম্পৃক্ত করেন রাজনীতিতেও। 

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ তরুণদের কাছে তুলে ধরতে সৃজনশীল আয়োজন জয় বাংলা কনসার্ট করে সাড়া ফেলেছেন ববি। গ্রাফিক নভেল মুজিব এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সংগ্রামী জীবন নিয়ে ডকুড্রামা হাসিনা এ ডটারস টেল নির্মাণের মূল কারিগর তিনি। ভূমিকা রেখেছেন জাতির পিতার জীবন চরিত্র নিয়ে বায়োপিক বঙ্গবন্ধু নির্মাণেও। 

তরুণ প্রজন্মের কাছে মডেল মেধাবী রাদওয়ান মুজিব সিদ্দিকের জন্মদিনে রইল শুভেচ্ছা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি