দয়া করে সংযত হন, কারও উসকানিতে পা দিয়েন না: সংস্কৃতি উপদেষ্টা
প্রকাশিত : ০৩:০১, ১৯ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঘিরে চলমান আলোচনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এ পরিস্থিতিতে সবাইকে সংযত থাকার পাশাপাশি কারও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘দয়া করে সংযত হন। কারও উসকানিতে পা দিয়েন না। আলোচনাটা আমাদের সময়ের বীর হাদি থেকে অন্যদিকে কারা ঘুরিয়ে দিতে চায়, সেটা মাথায় রাখেন।’
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সক্রিয় মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে নানা আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই সংযমের আহ্বান জানালেন উপদেষ্টা।
এমআর//
আরও পড়ুন










