রোহিঙ্গাদের জন্য ৪ লাখ ২৫ হাজার কম্বল সুয়েটার দিচ্ছে ভারত
বেনাপোল (যশোর) সংবাদদাতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:৫২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি
বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শীত নিবারণের জন্য ২ লাখ ২৫ হাজার কম্বল ও ২ লাখ সুয়েটার দিচ্ছে ভারত সরকারের ত্রাণ বিভাগ। এর মধ্যে প্রথম চালানের ৩১ হাজার ৬২০ পিস কম্বল বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করেছে। এর মধ্যে মঙ্গলবার প্রবেশ করেছে ২৫ হাজার ৮শ পিস ও গত শনিবার প্রবেশ করেছে ৫ হাজার ৮২০ পিস কম্বল।
ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এ কম্বলও সুয়েটার আনা হচ্ছে।
জানা গেছে, এ সব কম্বল ও সুয়েটার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য ভারত সরকার ত্রাণ হিসাবে পাঠিয়েছেন। ‘কম্বল ও সুয়েটার’ বেনাপোল থেকে ছাড় করানোর পর বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সরাসরি কক্সবাজার নিয়ে যাওয়া হবে। সেখানে সেনাবাহিনী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন ও ভারতীয় প্রতিনিধির উপস্থিতিতে রোহিঙ্গা শিবিরে পৌঁছে দেওয়া হবে।
আমদানিকারকের বেনাপোল সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি বেনাপোলের যমুনা ট্রেডিং এর সত্বাধিকারী আমিনুল হক বলেন, ভারত সকরারের দেওয়া এ কম্বলের চালানটি বেনাপোল বন্দরের ৩০নং শেডে রাখা হয়েছে। আমরা কম্বলগুলো খুব দ্রুত ছাড় করে গন্তব্য পৌছানোর ব্যবস্থা করব।
তিনি বলেন, ২ লাখ ২৫ হাজার কম্বলের সাথে ২ লাখ সুয়েটারও আসবে ভারত থেকে। বাকি কম্বল ও সোয়েটার খুব দ্রুত বেনাপোল বন্দরে প্রবেশ করবে।
কেআই/এসি
- হিজড়াদের জন্য ১০ জেলায় আবাসন নির্মাণের পরিকল্পনা
- ইবিতে বসন্ত বরণ, পিঠা উৎসব ও ঘুড়ি উৎসব উদ্বোধন
- খোলামেলা ভিডিও মুছে ফেলার ঘোষণা দিলেন সানাই
- ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন
- জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর আহ্বান
- খোলামেলা ভিডিও নিয়ে পুলিশি জেরার মুখে সানাই
- সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফের ৯ সদস্য দেশে এসেছে
- যেকোন মূল্যে দুর্নীতি দমন করতে হবে : আইনমন্ত্রী
- আশুলিয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ
- চিরনিদ্রায় শায়িত কবি আল মাহমুদ
- অভ্যন্তরীণ রুটে প্লেনের ভাড়া কমাতে আলোচনায় বসবেন প্রতিমন্ত্রী
- যশোরে বিজিবি ও বিএসএফ সমন্বয় সম্মেলন শুরু রোববার
- ‘দুর্নীতি করে কারও পার পেয়ে যাওয়ার সুযোগ নেই’
- বিপ্লব কর’র দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী
- ১০২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
- পেন্টাগন প্রধান
‘ট্রাম্পের দেয়ালের তহবিলের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি’ - প্রকাশ পেল ‘সোয়েটার’র ফার্স্ট লুক
- সেনাবাহিনীতে চাকরির সুযোগ
- সীমান্তের কাছে শক্তি প্রদর্শন করল ভারত
- ‘সবকিছু ডিজিটাল হলে দুর্নীতি অচিরেই কমে যাবে’
- হুথিদের হামলায় ৯ সৌদি সেনা নিহত
- সংরক্ষিত নারী আসনের এমপিদের গেজেট আজকালের মধ্যেই
- বিশ্বের যে ১০টি ব্যবসায়িক ধারণা ভুল প্রমাণিত হয়েছে
- প্রমাণ ছাড়া দোষ দিবেন না: ভারতকে পাকিস্তান