ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৩ নোবেল জয়ী নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শান্তিতে তিন নোবেল জয়ী নারী কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। 

রোববার বেলা সাড়ে ৩টার দিকে তারা কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন বলে জানান উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী।

পরে তারা ক্যাম্পটির ইনচার্জ কার্যালয়ে নির্যাতিত হয়ে এ দেশে আসা কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। 

তিন নোবেল বিজয়ী হলেন ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার। 

ইউএনও বলেন, ক্যাম্প পরিদর্শন শেষে নোবেল জয়ী নারীরা কুতুপালং মধুরছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানেও মিয়ানমারে নির্যাতনের শিকার কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন।

মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের ডিডি ব্লকের মাঝি (ব্লক ভিত্তিক প্রতিনিধি) মোহাম্মদ নুর বলেন, ক্যাম্প পরিদর্শনের সময় তারা মিয়ানমারে ধর্ষণের শিকার পাঁচ রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেছেন।

পরে ক্যাম্পটির বিভিন্ন এলাকা পরিদর্শন করে তারা রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন বলে জানান নুর।

এ সময় নারী সংস্থা ‘নারীপক্ষ’ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, স্বেচ্ছাসেবী সংস্থা ‘নারীপক্ষ’ এই তিন নারীর বাংলাদেশ সফরের ব্যবস্থা করেছে।

তবে এই তিন নোবেল বিজয়ী এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি