ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

লজ্জা-শরম কোরবানি দিয়েছেন আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গান নিয়ে বেশ ব্যস্ত সঙ্গীত শিল্পী আসিফ আকবর। চলতি বছরে বেশ কিছু নতুন গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। এবার আরও একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। গানের শিরোনাম ‘লুকোচুরি’

আসিফের গাওয়া ‘লুকোচুরি’ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সংগীত পরিচালনা করেছেন যথাক্রমে প্রীতম ব্যানার্জি (কলকাতা) ও বিক্রম নাগী (মুম্বাই)।

সম্প্রতি রাজধানীর পুবাইলে গানটির ভিডিওর শুটিং হয়েছে। গানটিতে আসিফ আকবরের সঙ্গে মডেল হয়েছেন প্রিয়াংকা জামান।

আসিফের সঙ্গে প্রথমবার গানে মডেল হয়ে উচ্ছ্বসিত প্রিয়াংকা।

আসিফ আকবরের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে প্রিয়াংকা বলেন, ‘সংগীত জগতের অনেক বড় তারকা আসিফ আকবর। তার গানের মডেল হয়ে অনেক ভালো লাগছে। আসিফ ভাইয়া অনেক হেল্পফুল এবং ভালো মনের মানুষ। আশা করছি, তার সঙ্গে গানের ভিডিওটি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন। ভিডিওটির মুক্তির অপেক্ষায় আছি।’    

গানটির ভিডিওর গল্প প্রসঙ্গে আসিফ বলেন, ‘গভীর ঘুমে স্বপ্ন দেখতে থাকি। এমন সময় ঘুমের মধ্যে আসে এক ডানাকাটা পরি। পরির সৌন্দর্যে পাগলপারা হয়ে ছুটে বেড়াই পিছু পিছু। কল্পনার রাজ্যে চলে নাচ-গান-প্রেম আর লুকোচুরি। স্বপ্নের প্রেম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই উবে যায়। কিন্তু এরপরও আমার নায়িকা প্রিয়াঙ্কা আমাকে ঘোরের মধ্যে রাখে।’

প্রিয়াঙ্কা জামান সম্পর্কে আসিফ বলেন, ‘নিয়মিত বিজ্ঞাপনচিত্রে কাজ করে। আমার মনে হয়েছে, ভালো একজন অভিনেত্রী, অসাধারণ পারফর্মার এবং প্রচণ্ড পরিশ্রমী ও মেধাবী। আমি তো আর বিদেশি মডেল নিয়ে কাজ করব না, তাই নিজের দেশের মেধাবীদের সঙ্গে কাজ করার চেষ্টা করি। সামর্থ্যের মধ্যে সবাই মিলে সেরাটুকু দেওয়ার চেষ্টা।’

এদিকে গায়ক আসিফ নাকি গানের শুটিং করতে গিয়ে লজ্জা-শরম কোরবানি দিয়েছেন। নিজের ফেসবুকে তেমনটাই জানিয়েছেন তিনি।

আসিফের ভাষায়, ‘একটু টিনএজ প্যাটার্নে কাজটা করতে গিয়ে আবারও সিনেমার ফ্লেভারে চলে গেছি। কোরিওগ্রাফার আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিয়েছে। সে হিসেবে বলতে পারেন, লজ্জা-শরম কোরবানি দিতে হয়েছে। এর বেশি আপাতত আর কিছু বলতে চাই না, বাকিটা গান মুক্তির পর দর্শক-শ্রোতারা দেখতে পাবেন। শিকারি সমালোচকের চেয়ে বিনোদনপ্রিয় দর্শক-শ্রোতাই আমার বেশি পছন্দ।’

আসিফের গাওয়া ‘লুকোচুরি’ গানের কোরিওগ্রাফি করেছেন মনজুর আহমেদ। ভিডিও পরিচালনা করেছে নিউ ভিশন বিডি ক্রিয়েটিভ টিম।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি