লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি
প্রকাশিত : ০৮:৫০, ১ সেপ্টেম্বর ২০১৯

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য স্থানীয় সময় শনিবার বিকালে লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
লন্ডনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন