ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

লালমনিরহাটে বন্যায় এক পরিবারের ৪ জনের মৃত্যৃ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:২৮, ১৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

লালমনিরহাটে বন্যার পানিতে কলাগাছের ভেলা উল্টে শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই সদর উপজেলার পূর্ববড়ুয়া গ্রামের একই পরিবারের সদস্য।

তারা হলেন- মোজাম্মেল হক (৫০), ছেলে আলিম (৭), ভাতিজা নাজিম (৪) ও নাজিমের মা নাজমা বেগম (৩৫)।

সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী গণমাধ্যমকে জানান,  রোববার বিকালে তারা কলাগাছের ভেলায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। ভেলা উল্টে গেলে সবাই নিখোঁজ হয়। কিছুক্ষণ পর নাজিমের লাশ উদ্ধার করা হলেও অন্য তিনজন নিখোঁজ ছিল। সোমবার সকালে দুইজন ও দুপুরে মোজাম্মেলের লাশ পাওয়া যায়।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি