ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

শহিদুলের জামিন নিয়ে ফের শুনানি আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদনের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার আবেদনের পক্ষে শুনানি করেন শহিদুল আলমের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। তাকে সহযোগিতা করেন জ্যোতির্ময় বড়ূয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

গত ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস আসামি শহিদুলের জামিন আবেদন নাকচ করলে পরে হাইকোর্টে আবেদন দাখিল করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। বুধবার ওই রিট আবেদনের শুনানি শুরু হলো।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি