ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

শান্তিপূর্ণ নির্বাচনে আত্মবিশ্বাসী আ.লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ২৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:০৮, ২৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বিএনপি-জামায়াত বিভিন্ন প্রতিকূল অবস্থা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে উদ্বিগ্ন হলেও শান্তিপূর্ণ নির্বাচনে আত্মবিশ্বাসী বলে দাবি করেছে দলটি।               

শুক্রবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, জনগনের অাকুণ্ঠ সমর্থন নিয়ে আমরা বিজয়ের দারপ্রান্তে। আমাদের কাছে তথ্য রয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি-জামায়াত চক্র নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।  

তিনি বলেন, নির্বাচনের আগে, ‘নির্বাচনের সময় ও নির্বাচন-পরবর্তী সময়ে তারা সারাদেশে নৈরাজ্য সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে। এমনকি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে একটি ভুয়া বুথ তৈরি করে নকল ভিডিও বানিয়েও গুজব সৃষ্টি করতে পারে।’       

আক্তারুজ্জামান বলেন, ‘বিএনপি-জামায়াতের হামলায় গত দুই সপ্তাহে আওয়ামী লীগের সাত কর্মী নিহত হয়েছে। সে বিষয়গুলো কমিশনের কাছে তুলে ধরেছি এবং বিচারের দাবি জানিয়েছি। প্রধানমন্ত্রী গত দুই দিন যাবৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন, কেউ যেনো নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি না করে এবং কেউ যেন অতিউৎসাহী হয়ে সমস্যা সৃষ্টি না করে। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় জাতির কাছে সেই আবেদন জানান তিনি।’

এসি 
   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি