ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

শার্শায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় দুই হাত কাটা আজিজুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোরে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পশ্চিম কোটা রাস্তার পাশে একটি মেহেগনী বাগানে তার লাশ পাওয়া যায়।নিহত আজিজুল ইসলাম বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামের মৃত জেহের আলীর ছেলে।

শার্শার বাগআঁচড়া তদন্ত ফাঁড়ির ওসি হুমায়ুন কবির বলেন, রোববার ভোরের দিকে বাগআঁচড়া ইউনিয়নের পশ্চিম কোটা রাস্তার পাশে একটি মেহেগনী বাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। এ ধরনের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে আজিজুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় গুলির চিহৃ পাওয়া গেছে। তার দুটি হাত আগে থেকেই ছিল না। ১৯৯৩ সালে বোমা বানাতে যেয়ে তার হাত দুটি উড়ে যায়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আজিজুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি হুমায়ন কবির।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি