ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ছইতোন নেছা (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ছইতোন নেছা ওই গ্রামের আব্দুল আলিম মোড়লের স্ত্রী।

মৃতের স্বজনরা জানিয়েছেন, শুক্রবার দুপুরের দিকে পাশের গ্রাম শিকারপুরে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ছাইতোন নেছা গুরুতর আহত হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা আড়াউটার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি