ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

শার্শায় ৪১ জনের নামে নাশকতার মামলা, আটক ৯ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নাশকতার অভিযোগে যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে। ঘটনাস্থল থেকে ৭টি বোমা, কয়েকটি রেল লাইনের পাথর ও লাঠি উদ্ধারের দাবি করেছে পুলিশ।       

শনিবার রাতেই আটককৃত ৯ জন ও পলাতক ৩১ জনের নাম উল্লেখ করে একটি নাশকতার মামলা দায়ের করে থানা পুলিশ। শার্শা থানায় মামলা নং ২।   

আটকৃতরা হলেন, শার্শা উপজেলার শুড়া গ্রামের দাউদ হোসেনের ছেলে আব্দুস সালাম, গোড়পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন, রামচন্দ্রপুর গ্রামের চেরাক আলীর ছেলে ইব্রাহিম, নাভারন রেল বাজারের মোহাম্মদ আলীর ছেলে রেজাউল ইসলাম, বেনেখড়ি গ্রামের আবু হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন, টেংরা গ্রামের ইরফান সরদারের ছেলে আব্দুল লতিফ, রাড়িপুকুর গ্রামের আজগার আলী গাজীর ছেলে শামসুর রহমান, বাগআঁচড়া গ্রামের বাহর আলীর ছেলে হাসানুজ্জামান ও বসতপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবুল হোসেন।  

রোববার দুপুরের দিকে আটকৃতদের যশোর কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়েছে।

নাসির উদ্দিনের পিতা জালাল উদ্দিন বলেন, সন্ধ্যার সময় আমার ছেলে গোড়পাড়া বাজারে চায়ের দোকানে বসে ছিলো। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে তার নামে নাশকতার মামলা দায়ের করে জেল হাজতে পাঠায়। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্য টেংরা গ্রামের সমবেত হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।বাকীরা পালিয়ে যায়। আটককৃতদের নামে মামলা দায়ের করে যশোর কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়েছে।

কেআই/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি