ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শাস্তির দাবিতে মুখ খুললেন ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া যৌন হেনস্থার ঘটনাগুলো এবার একে একে সামনে আসতে শুরু করেছে। অভিনেতা নানা পাটেকারের পর নির্মাতা বিকাশ বাল ও অলোকনাথেরও নাম নিয়ে বিতর্ক হচ্ছে বলিউডে। অলোকের বিরুদ্ধে তো রীতিমতো ধর্ষণের অভিযোগ করেছেন একাধিক নারী। এসব ঘটনাপ্রবাহে এবার মুখ খুলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চনও।

ভারতীয় গণমাধ্যমকে ঐশ্বর্য বলেছেন, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলব। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে যে কোনও নারীকে হেনস্থা করলে এখন শোনা হচ্ছে। এসব কারণে অপরাধীকে সকলে চিনতে পারছেন।

২০০২ সালে সালমান খানের বিরুদ্ধে প্রতারণা এবং খারাপ আচরণের অভিযোগ তুলেছিলেন অ্যাশ। তখন তিনি বলেছিলেন সাল্লু নাকি তার গায়ে হাত তুলতেন। এমনকি ব্রেকআপের পরও নাকি সালমান তাকে ফোন করে ভুলভাল কথা শোনাত।

সে সময় সালমানের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন ঐশ্বরিয়া। কিন্তু তখন সামাজিক মিডিয়া তেমন ছিল না। ফলে এ ঘটনাটি সে সময় তেমন আলোচিত হয়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি