ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত : ১৯:২১, ১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ইমার্জেন্সি ল্যান্ডিং (জরুরি অবতরণ) করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ১০মিনিটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা বুঝতে পেড়ে উড়োজাহাজটি জরুরি অবতরণ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, ৬১ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকা আসার পর ল্যান্ডিং গিয়ারে সমস্যা মনে হয় পাইলটের।

এ সময় বিমানটি জরুরি অবতরণ করান পাইলট। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ক্রু-রাও নিরাপদে আছেন। কারও কোনো সমস্যা হয়নি। বিমানটি মেরামত করা হচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি