‘শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে নীতিমালার নির্দেশ’
প্রকাশিত : ১৭:৪০, ৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৩, ৪ ডিসেম্বর ২০১৮

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে ও নতুন করে নীতিমালা তৈরির জন্য একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠার মধ্যে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ আদেশ দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে মঙ্গলবার গঠন করা হাইকোর্টের ওই কিমিটিতে একজন মনোবিদ, একজন আইনজ্ঞ,সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও একজন শিক্ষাবিদ রাখতে বলা হয়েছে।
একই সঙ্গে কমিটিকে অরিত্রী অধিকারী নামের ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
টিআর/
আরও পড়ুন