ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তাদের ডাকা হয়েছে। এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান।
তিনি জানান, রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রোববার বিকেলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে বসবেন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ শীর্ষ কর্মকর্তারা।
আফরাজুর জানান, এদিন বিকেল ৩টায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং বিকেল ৫টায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক হবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি