ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

শিমুলিয়ায় ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েকশ’ যানবাহন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় আট শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ১৩টি ফেরি চলাচল করছে এই নৌপথে

রোববার সন্ধ্যার পর থেকে শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়। এ কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় আট শতাধিক যানবাহন মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে যাওয়ার অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জসিম শিকদার জানান, রোববার সন্ধ্যার পর থেকেই যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। এছাড়া পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়া গরু বোঝাই ট্রাকগুলোকে প্রাধান্য দিয়ে আগে ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে। তবে ছোট বড় যাত্রীবাহী যানবাহনগুলোকে অবস্থা বুঝে ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে। তবে এই চাপ কমে আসছে বলে জানান তিনি।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি