ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

‘শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:২২, ৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা দেখা করতে এলে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই, সব দিক থেকে। আর আমাদের অর্থনীতি যদিও কৃষিপ্রধান, কিন্তু এটাও ঠিক শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতিটা ত্বরান্বিত হয় না। এটাও বাস্তবতা। সেজন্য একদিকে আমরা কৃষিকেও গুরুত্ব দেই, আবার শিল্পকেও গুরুত্ব দেই। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কিছু লোক আছে অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। এটা আপনাদের অ্যাড্রেস করতে হবে। যার জন্য ক্ষতিগ্রস্ত আপনারা হন। আমাকে পলিটিক্যালি ক্ষতি করতে চায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা ব্যবসায়ীরা। 

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি