ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শিয়া জোটই ইরাকের সাধারণ নির্বাচনে জয়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

অনুমান অনুযায়ী শেষ পর্যন্ত শিয়া জোটকেই ইরাকের সাধারণ নির্বাচনে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। শিয়া নেতা মুক্তাদা আল সাদর এই সাইরুন জোটের নেতৃত্ব দেন। তবে তিনি নিজে নির্বাচনে অংশ না নেওয়ায় প্রধানমন্ত্রী হতে পারবেন না মুক্তাদা আল সাদর।

চলতি সাধারণ নির্বাচন ইরাকের প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ ছিল। আইএস মুক্ত হওয়ার পর এটিই ছিল সেখানকার প্রথম সাধারণ সংসদীয় নির্বাচন।

নির্বাচনে মুক্তাদা আল সাদর জোট ৫৪টি ইলেকটোরাল আসন জয় লাভ করে। ৪৭ টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে আল-ফেইথ জোট। ইরানের পৃষ্ঠপোষকতায় এই জোটের নেতৃত্ব দিচ্ছেন হাদি আল আমিরি। আর এদের সবার থেকে পিছিয়ে আছে ভিক্টোরি এলায়েন্স। এর নেতৃত্বে ছিলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী। তারা পেয়েছে ৪২ ভোট।

আজ শনিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে ইরাকের নির্বাচন কমিশন।

তবে প্রধানমন্ত্রী হতে না পারলেও ক্ষমতাসীন জোটের প্রধান হিসেবে ইরাকের রাজনীতিতে সাদর বেশ প্রভাব রাখবেন বলেই মনে করা হচ্ছে। বিদেশী শাসন বা কর্তৃপক্ষের ঘোর বিরোধী হিসেবে পরিচিত আছে মুক্তাদা আল সাদরের।

গত সপ্তাহের রোববার ইরাকে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সূত্রঃ আল জাজিরা

//এস এইচ এস// এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি