ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শুভশ্রীর এ কোন ছবি শেয়ার করলেন রাজ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ১৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:০২, ১৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

কোনো মেকআপ নেই। অনেকটাই অগোছালো ভাবে পুজোর সকালে স্বামী রাজ চক্রবর্তীর ক্যামেরাবন্দি হলেন টালিউড সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী। বিয়ের পরে এটায়ই প্রথম পূজা।  এমনকি শ্রভশ্রীর মধ্যেই পুজোর সকালে যেন দুর্গার দেখা পেলেন রাজ।

আসলে শুভশ্রীর একটি ঘরোয়া ছবি রাজ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে রয়েছেন রাজের মাও। দু’জনেই মন দিয়ে কাগজ পড়ছেন। আর কাগজের যে পাতাটি ছবিতে দেখা যাচ্ছে তাতে রয়েছে দুর্গার ছবি। ক্যাপশনে রাজ লিখেছেন,‘প্রত্যেক ভারতীয় মহিলার মধ্যেই দুর্গা রয়েছেন।’

বিয়ের পর ‘অ্যাডভেঞ্চার জোজো’র পরিচালনা দিয়ে শুটিং ফ্লোরে ফিরেছেন রাজ। কিন্তু শুভশ্রী এই মুহূর্তে কোনও ছবি করছেন না। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, বেছে বেছে প্রজেক্ট করতে চান। কিছুদিন আগেই একটি পুজোর ভিডিও শুট করেছেন রাজ। সেখানে দেখা গিয়েছিল শুভশ্রীকেও।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি