ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শুভশ্রীর পূজার লুক ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ের পর শুভশ্রীর প্রথম পূজা এটি। তাই নিজের মধ্যে অন্যরকম অনুভুতি কাজ করছে। এরই মধ্যে নিজের পূজার লুক প্রকাশ করলেন অভিনেত্রী। যা প্রকাশ হতেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে।

প্রকাশিত ছবিতে শুভশ্রীকে শাড়ি কাঁচা দিয়ে পরা অবস্থায় দেখা গেছে। যার উপর রয়েছে জ্যাকেট এবং মাথায় টায়রা। এছাড়া হাতে এক গাছা চুড়িও রয়েছে নায়িকার। ইন্দোওয়ের্স্টান লুকে এবার পূজায় মাত করে দিলেন শুভশ্রী। নায়িকার এই রূপ দেখে উচ্ছ্বাসিত সাইবারবাসী।

বিয়ের পর বড়পর্দায় তাকে দেখা না গেলেও, পূজার ফটোশুট থেকে শুরু করে বিজ্ঞাপনের বাজারে নিজেকে তুলে ধরছেন নায়িকা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে টিএমটি বারের মিউজিক অ্যালবাম। যেখানের শুভশ্রীর রূপ ও নাচে মুগ্ধ হয়েছেন সবাই। আর সেই রেশ কাটতে না কাটতে আরেক ফটোশুটে মাত করলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ার হটকেক রাজ-শুভশ্রী। কখনও বিয়ের ছবি, তো কখনও হানিমুন, সেই সঙ্গে দৈনন্দিন কাজের আপডেট তো আছেই। ভক্তদের মজিয়ে রেখেছেন তারকা জুটি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি