ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

শেখ রাসেল গ্যালারিতে ডর্প’র আলোকচিত্র প্রদান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ৩১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৯:৫১, ৩১ অক্টোবর ২০১৮

জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে স্থাপিত শেখ রাসেল আর্ট গ্যালারিতে ‘জল ও জীবন’ শীর্ষক নয়টি আলোকচিত্র প্রদান করেছে বেসরকারী সংস্থা ডর্প।        

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাজধানীর কাওরানবাজারস্থ কমিশন কার্যালয়ে ডর্প’র কাছ থেকে আলোকচিত্রগুলো অনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। 

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হিরন্ময় বাড়ৈ, ডর্প’র সভাপতি মোঃ আজ্হার আলী তালুকদার, গুসি আন্তর্জাতিক শান্তি পুরষ্কার বিজয়ী ও ডর্প’র প্রতিষ্ঠাতা এএইচএম নোমান, ডর্প’র গবেষণা পরিচালক মোহাম্মাদ যোবায়ের হাসান, ওয়াশ এসডিজি প্রকল্পের সমন্বয়কারী রুবিনা ইসলাম প্রমূখ।

একই অনুষ্ঠানে গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতায় ডর্প এর উদ্যোগে উৎপাদিত ‘উচ্ছ্বাস টুথ ব্রাশ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।  

এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি