ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

ডা. সামন্ত লাল সেন

শেখ হাসিনার মতো আর কেউ মানুষের পাশে দাঁড়ান না

প্রকাশিত : ০৯:২২, ১৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আর কেউ মানুষের পাশে দাঁড়ান না বলে মন্তব্য করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান এতটা মানবিক নন যা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে দেখি।

একুশে টেলিভিশন অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। দেশের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে প্রধানমন্ত্রীর খুব আস্থাভাজন ডা. সামন্ত লাল সেন।

সাম্প্রতিক সময়ে প্রয়াত শিল্পী সুবীর নন্দীর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেখভাল করেছিলেন তিনি। তাছাড়া চলচ্চিত্রভিনেতা এটিএম শামসুজ্জামান- এরও দেখভালের দায়িত্ব পালন করছেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া দশ লাখ টাকার চেকটি এটিএম শামসুজ্জামানের হাতে তুলে দিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, শুধু শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরাই নন, প্রধানমন্ত্রীর কাছে যিনিই যান তিনি কাউকে খালি হাতে ফেরান না। যখনই তারো কারো বিপদের কথা তাকে জানানো হয় বা তিনি জানতে পারেন সাথে সাথে তিনি পাশে দাঁড়ান।

উদাহরণ টেনে ডা. সামন্ত লাল বলেন, আমাদের এখানে (ঢাকা মেডিকেল কলেজ) মুক্তামণি নামে একটা মেয়ে ছিল। বৃক্ষমানবের কথা মনে আছে আপনাদের। তারপর জোড়া বাচ্চার মাথার কথাও নিশ্চয় মনে আছে। সবার পাশেই ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত ব্যস্ততার মাঝেও তিনি এদের চিকিৎসার খোঁজখবর রাখতেন।

ডা. সামন্ত লাল বলেন, যখনই আমি কোনো রোগীর পক্ষে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, তখনই তিনি আমাকে জিজ্ঞেস করেছেন, এ রোগীটার কী হয়েছে? রোগীটার কী করা দরকার? তোমরা কী ওর চিকিৎসা করতে সক্ষম নাকি বাইরে পাঠানোর ব্যবস্থা করব? তিনি কখনো আমাকে জিজ্ঞেস করেন নাই, রোগীটার ধর্ম কী জাত কী। রোগীটা রাজনীতি করে কিনা, কোন দল করে এমন প্রশ্নও কখনো প্রধানমন্ত্রী করেন নাই। তার কাছে সকলেই মানুষ।

ডা. সামন্ত লাল সেন বলেন, অতীতে কোনো প্রধানমন্ত্রীর মাঝে আমি এমন গুণ দেখি নাই। পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রীর মাঝে এমন গুণ আছে বলে জানা নাই।

আআ//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি