শেখ হাসিনা বিশ্বনেতা: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১২:৪৮, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:১৩, ৪ নভেম্বর ২০১৮

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশেরই নেতা নন, তিনি গোটা বিশ্বের নেতা। তিনি বিশ্ব মানবতার কান্ডারী।
আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া আয়োজিত শোকরানা মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কওমী মাদ্রাসার দাওরায়ে হাদীছের সনদকে মাস্টার্সের মর্যাদা দেওয়ার প্রধানমন্ত্রী সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেমদের সম্মান দিতে জানেন। এদেশে কোনো সরকার আলেমদের যেই স্বীকৃতি দেয় নি, শেখ হাসিনার সরকার তা দিয়েছে।
আসাদুজ্জামান কামাল বলেন, প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের নেতা নন। তিনি বিশ্বনেতা। তিনি মানবতার জননী। তাই তো নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গা মুসলিমদের এদেশে আশ্রয় দিয়েছেন।
অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা ১১টার দিকে তিনি সভামঞ্চে পৌঁছান। একটু পরেই তিনি ভাষণ দেবেন।
সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শোকরানা মাহফিল শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে এলে তাকে স্বাগত জানান কওমি মাদ্রাসার শীর্ষ আলেমরা। এসময় প্রধানমন্ত্রী আলেমদের সঙ্গে সালাম বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কওমী আলেমদের আগমনে জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। আলেমরা মুহূর্মুহূ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। দীর্ঘদিনের দাবি বঙ্গবন্ধু কন্যা পূরণ করায় সবাই খুশি।
অনুষ্ঠানমঞ্চে কওমি আলেম ওলামাদের পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত আছেন। ইতোমধ্যে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা।
/ এআর /
আরও পড়ুন