ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

লাখো উলামার ঢল

শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:১৪, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া আয়োজিত শোকরানা মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা ১১টার দিকে তিনি সভামঞ্চে পৌঁছান। একটু পরেই তিনি ভাষণ দেবেন। কওমী মাদ্রাসার দাওরায়ে হাদীদের সনদকে মাস্টার্সের মর্যাদা দেওয়ার প্রধানমন্ত্রীকে আজ সংবর্ধনা দেওয়া হবে।

সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শোকরানা মাহফিল শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে এলে তাকে স্বাগত জানান কওমি মাদ্রাসার শীর্ষ আলেমরা। এসময় প্রধানমন্ত্রী আলেমদের সঙ্গে সালাম বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কওমী আলেমদের আগমনে  জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। আলেমরা মুহূর্মুহূ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। দীর্ঘদিনের দাবি বঙ্গবন্ধু কন্যা পূরণ করায় সবাই খুশি।

রাজধানীতে এ বড় সমাবেশ ঘিরে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি ব্যবস্থা নিয়েছে। আজকের পূর্বনির্ধারিত জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৯ নভেম্বর সকাল ৯টায় ওই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফউল্যা।

অনুষ্ঠানমঞ্চে কওমি আলেম ওলামাদের পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত আছেন। ইতোমধ্যে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি