ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শোক দিবস উপলক্ষে মঠবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ৩১ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মিরুখালী স্কুল এন্ড কলেজ মাঠে মিরুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ৩ আসন থেকে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

সভায় অন্যান্যদের মধ্যে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মঠবাড়িয়া পৌর প্রশাসক আরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান সহ উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ১৫ আগস্ট নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি