ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

শোবিজ তারকাদের শোক 

প্রকাশিত : ২২:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২০:১৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানী ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জন মানুষের মৃত্যু ঘটেছে। এমন মৃত্যুতে পুরো জাতি শোকাহত। বুধবার রাতের এ ঘটনায় শোবিজ অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন।      

এ নিয়ে ফেসবুকে শোক জানান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তিনি লিখেছেন, ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইল। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

চিত্রনায়ক সায়মন সাদিক লিখেন, আমরা যদি একটু সচেতন হতাম তাহলে হয়তো শোকের মিছিল এতো বড় হতো না। যার যায় একমাত্র সে জানে সজন হারানোর যন্ত্রনা কত বেদনার! ভাষার দিনে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের পরিবার কে এই ভয়াবহ শোক সহ্য করার শক্তি দান করুন।   

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী শোক জানিয়ে তার ফেসবুকে লিখেন, সারারাত ঘুমাতে পারিনি। আগুনে পুড়ে ৭০ জন মানুষের মৃত্যু। এ তালিকা বাড়ছে আরও। জীবন কতটা অনিরাপদ আমাদের। মুহূর্তেই সব লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। ঢাকার চকবাজারে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক। নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতি রইল সমবেদনা। আমাদের উচিত রাষ্ট্রের পাশাপাশি আমাদের সবারই তাদের পাশে দাঁড়ানো। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। জীবন নিরাপদ হোক...।

চিত্রনায়িকা নিপুন লিখেন, চকবাজারের সকল দুর্ঘটনাকবলিত পরিবারের প্রতি সমবেদনা। সরকারের কাছে অনুরোধ পুরান ঢাকাকে নতুন ঢাকা করার উদ্যোগ নেয়ার জন্য। তাহলে পুরান ঢাকার লোকজন আমাদের মতো নিশ্চিন্ত জীবন পাবে।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া শোক জানিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেন, কেবল আগুণে পুড়ে মারা গেলেন ৭০টি তাজা প্রাণ! আরও নাকি বাড়ছে! প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা। টিভিতে স্বজনদের আহাজারি দেখে কান্না সামলে রাখতে পারছি না। কেন এমন হয়? মানুষের কেন এমন নিষ্ঠুর মৃত্যু হবে? একদিনে এ দুর্ঘটনায় কত মানুষের জীবন গেল। স্বজন হারানোর এ ক্ষতি কীভাবে পূরণ হবে? চকবাজারে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক। নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসা হোক।

উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মোড়ে বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ভয়বহ আগুন লাগে। এতে অসংখ্যা মানুষের প্রাণহানি ঘটে। সর্বশেষ সরকারি তথ্যমতে এ ঘটনায় ৭০ জন নিহত হন। আহত হয়েছেন ৪১ জন।          

এসি

   


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি