ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্যাম্পু করতে গিয়ে ‘বিউটি পার্লার স্ট্রোক’! কী এই রোগ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পছন্দের পার্লারে চুল কাটতে গিয়েছিলেন ভারতের হায়দরাবাদের এক নারী। তার আগে শ্যাম্পু করা হয়। তাতেই মারাত্মক কাণ্ড ঘটে। এমন এক স্ট্রোকে তিনি আক্রান্ত হন। যার নাম শুনলেও অনেকে অবাক হবেন।

‘বিউটি পার্লার স্ট্রোক’ হয়েছে পঞ্চাশ বছরের ওই নারীর। এমনটাই জানিয়েছেন চিকিৎসক। কী এই  ‘বিউটি পার্লার স্ট্রোক’? চিকিৎসকরা জানাচ্ছেন, অনেক সময় পার্লারে ম্যাসাজ বা শ্যাম্পু করানোর সময় ঘাড় ও মাথার মাঝের অংশে এমনভাবে চাপ পড়ে যায় যাতে সংবেদনশীল রক্তবাহিকাগুলিতে চাপ  পড়ে। এতেই স্ট্রোক হয়। আর এই ধরনের স্ট্রোককে ‘বিউটি পার্লার স্ট্রোক’। 

হায়দরাবাদের ওই নারীর ক্ষেত্রে শ্যাম্পু করার সময়ই বিপত্তি হয়েছে। বেসিনে মাথা হেলিয়ে দিতেই ঘাড়ের কাছে চাপ পড়ে যায়। সেখানকার এক রক্তবাহিকা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্যই স্ট্রোক হয়। পার্লার থেকে বাড়ি ফেরার পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। মাথা ঘোরা, বমি বমি ভাব তো ছিলই পাশাপাশি ভারসাম্যের অভাবও বোধ করছিলেন। 

প্রথমে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তার শরীরে গ্যাস্ট্রিকের কোনও সমস্যা পাওয়া যায়নি। এরপরই স্নায়ুরোগ বিশেষজ্ঞর কাছে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসক বেশ কিছু পরীক্ষা করে  ‘বিউটি পার্লার স্ট্রোক’-এর বিষয়টি জানান।

তার ক্ষেত্রে তাড়াতাড়ি বিষয়টি জানা গিয়েছে বলেই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। কিন্তু ‘বিউটি পার্লার স্ট্রোক’-এর সমস্যায় মৃত্যু পর্যন্ত হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

১৯৯৩ সালে ডা. মাইকেল ওয়েনট্রবের আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে এই রোগের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছিল। পাঁচ নারীর স্নায়ুর সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। যার মধ্যে চারজনই ‘বিউটি পার্লার স্ট্রোক’-এ আক্রান্ত ছিলেন।  

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি