শ্রমবান্ধব শ্রম আইন প্রণয়নে করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠক
প্রকাশিত : ১৩:০৪, ৭ অক্টোবর ২০১৮

শ্রমবান্ধব শ্রম আইন প্রণয়নে ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনসমূহের করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস এর উদ্যোগে একটি যুগোপযোগী শ্রম আইন প্রণয়নে সরকার কর্তৃক ঘোষিত শ্রম আইনে বিদ্যমান অবস্থা পর্যালোচনা এবং করণীয় নির্ধারনের লক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।
রোববার রাজধানীর দি ডেইলি স্টার সেন্টারে ‘শ্রম আইন ২০১৮: প্রত্যাশা ও প্রাপ্তি পদক্ষেপসমূহের করণীয়’ শীর্ষক এ বেঠক অনুষ্ঠিত হয়।
বিলস- এর ভাইস চেয়ারম্যান মুজিবর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিলস এর নির্বাহী পরিচালক জাফরুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিলস উপদেষ্টা পরিষদের সদস্য কামরুল আহসান।
আলোচনায় অংশগ্রহণ করেন বিলস এর উপদেষ্টা শহিদুল্লাহ চৌধুরী, আবদুস সালাম খান, মেজবাউদ্দিন আহমেদ, বিলস এর ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য শিরীন আখতার, আনোয়ার হোসেন, শ্রম বিষয়ক বিশেষজ্ঞ সুলতান উদ্দিন আহমেদ, শ্রম আইন বিশেষজ্ঞ একে এম নাসিম, জাফরুল হাসান শরীফ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারন সম্পাদক রাজেকুজ্জামান রতন।
প্রসঙ্গত, বিলস দীর্ঘদিন ধরে জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনকে সঙ্গে নিয়ে শ্রমবান্ধব এবং যুগোপযোগী শ্রম আইন তৈরির সুপারিশ প্রণয়নের কাজ করছে।
আ আ/একে/
আরও পড়ুন